জলঢাকায় আশ্রয় কেন্দ্র থেকে নিখোঁজ তিন শিশু উদ্ধার
নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা আশ্রয়ন থেকে নিখোঁজ তিন মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশুরা হলো, হাবিজা আকতার (১৩), মর্জিনা (১০) এবং ফুলবানু (১২)। গত ২৪ জুলাই তারা নিখোঁজ হয়।
পুলিশ জানায়, চাকরির প্রলোভন দিয়ে দরিদ্র পরিবারের ওই তিন শিশুকে পাচারের উদ্দেশ্যে খায়রুল ইসলাম ওরফে জীবন ওরফে জাহিদ নামে এক যুবক তাদেরকে রংপুরের একটি বাসে তুলে দেয়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী থানার আশ্রয় নেয়। ঘটনার মূলহোতা জীবনকে পুলিশ গ্রেফতার করে। তার দেয়া তথ্য অনুযায়ী বিভিন্নস্থানে অভিযান শুরু হয়।
তাদের পরিবারের সদস্য ও পুলিশের সহযোগিতায় বুধবার রাতে ঢাকার কাঁচপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে জলঢাকা থানায় উদ্ধার হওয়া হাবিজা জানায়, রংপুরে বাস থেকে নামার পর জাহিদের একজন লোক তাদেরকে একটি বাসায় নিয়ে গিয়ে আটকে রাখে। তাদেরকে বাড়িতে কথা বলতে বলা হয় যে তারা ভালো আছে।
জলঢাকা থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃত খায়রুল ইসলাম ওরফে জীবন ওরফে জাহিদ মানবপাচারকারী দলের সদস্য। তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
পরিবারের তথ্য ও পুলিশের সহযোগিতায় অল্পের জন্য শিশুদেরকে পাচারের হাত হতে রক্ষা করা গেছে বলে জানান তিনি।
জাহেদুল ইসলাম/এমএএস/আরআইপি