নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নীলফামারী জেলার ডোমার উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবুর রহমান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চিলাহাটি খানপাড়া গ্রামে শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান একই গ্রামের হিরা মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ইউছুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, শিশুটি খেলার ছলে সবার অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরের দিকে শিশুটির দেহ পুকুরের পানিতে ভেসে উঠে। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জাহেদুল ইসলাম/এএম/আরআইপি