ডোমারে তিন ছাত্রদল নেতা গ্রেফতার
নীলফামারীতে মোটরসাইকেল জটিলতা মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলো, ডোমার উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিন আলম শান্ত, ডোমার পৌর-ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
সূত্র মতে, ২০১৩ সালে এক মোটরসাইকেল হারানোর ঘটনায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। তারা ওই মামলায় হাজিরা না দেয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহেদুল ইসলাম/এআরএ/পিআর