চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত


প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৪ জানুয়ারি ২০১৫

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ইট ভর্তি ট্রাকের ধাক্কায় মোহাম্মদ মোজাম্মেল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন।

বুধবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় ফয়েজ আহমদের ছেলে।

চকরিয়া থানা পুলিশের ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, কক্সবাজারগামী (চট্টমেট্রো-ট ১১-১৫৮৬) ইট ভর্তি ট্রাকটি বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের ২ আরোহি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেলকে (৪৫) মৃত ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।