শেরপুরে বন্য হাতির মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:০৯ এএম, ০১ আগস্ট ২০১৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী পাহাড়ের কালিস্তান সংলগ্ন শালবনে থেকে এক পূর্ণবয়স্ক পুরুষ হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয় রাখালদের কাছ থেকে খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটি উদ্ধার করেন।

শেরপুরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা মো. কামারুজ্জামান হাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বন্য হাতিটি সীমান্তের ওপারে ভারতের মেঘালয় থেকে তাড়া খেয়ে এপারে এসে মারা যেতে পারে। এটি পূর্ণ বয়স্ক দাঁতাল একটি পুরুষ হাতি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় হাতি সুরক্ষা দলের সদস্যরা জানান, গত এক বছরের ব্যবধানে শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের পাহাড়ে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত অবস্থায় তিনটি হাতির মরদেহ উদ্ধার করা হয়।

হাকিম বাবুল/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।