জঙ্গিবাদ প্রতিরোধে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০১ আগস্ট ২০১৬

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার মাসপূর্তিতে জঙ্গিবাদ প্রতিরোধে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জঙ্গিদের প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

এর আগে মাসব্যাপী জাতীয় শোক দিবস পালনের কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় সকল শিক্ষক-কমকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।

Noakhali

পরে র্যা লি ও এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যা লিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থীসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। র্যা লিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।

এরপর হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে দেশের বিভিন্ন স্থানে মর্মান্তিক জঙ্গি হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমির সঞ্চালনায় এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, ‘জাগো তারুণ্য জাগো দেশ, জঙ্গিবাদ ও সন্ত্রাস হবে শেষ’। এ মূলনীতিকে এখন থেকে স্লোগান হিসেবে প্রতিটি তরুণের মননে ধারণ করতে হবে। তবেই এ ক্রান্তিকাল থেকে জাতি রক্ষা পাবে।

Noakhali

উপাচার্য বলেন, নোবিপ্রবি জঙ্গি ও সন্ত্রাসমুক্ত একটি অন্যতম শিক্ষাঙ্গন। এ সমস্ত কর্মসূচির মাধ্যমে আমরা কোনো জঙ্গি খুঁজছি না। আমরা আমাদের সন্তানদের নজরদারিতে আনতে চাই না বরং তাদের যত্ন নিতে চাই। যাতে করে কোনো অপশক্তি কোনো ভ্রান্ত মতবাদ তরুণ শিক্ষার্থীদের বিপথগামী না করতে পারে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি জনাব মেহেদি মাহমুদুল হাসান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব তারেক মো. রাশেদ উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, গুলশান হামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জড়িত থাকার তথ্য প্রকাশের পর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

মিজানুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।