অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান : আটক ১


প্রকাশিত: ০১:১৫ পিএম, ০১ আগস্ট ২০১৬

নোয়াখালী জেলার চৌমুহনীতে একটি অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক এনাম হোসেনকে (৩০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা। এ সময় কারাখানা থেকে বিপুল পরিমাণ পলিথিন ও পলিথিন তৈরির উপকরণ উদ্ধার করা হয়।  

সোমবার দুপুরে চৌমুহনীর গোলাবাড়িয়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যা বের একটি দল চৌমুহনীর গোলাবাড়িয়া এলাকার একটি বাসায় অভিযান চালায়। এ সময় একটি অবৈধ পলিথিন তৈরির কারখানার সন্ধান পায় র‌্যাব।

পরে কারখানা থেকে বিপুল পরিমাণ পলিথিন, পলিথিন তৈরির ক্যামিকেল উদ্ধার করা হয়। এ সময় কারাখানার মালিক এনাম হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের আদালত তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।  

মিজানুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।