জঙ্গি-মদদদাতাদের বিরুদ্ধে শেষ যুদ্ধ শুরু


প্রকাশিত: ০২:০৩ পিএম, ০১ আগস্ট ২০১৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যারা বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তানে পরিণত করার স্বপ্ন দেখছে তাদের উদ্দেশ্য কোনোভাবেই সফল হবে না। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আজ সারাদেশের সর্বস্তরের মানুষ জেগে উঠেছে। জঙ্গি ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে আমাদের শেষ যুদ্ধ শুরু হয়ে গেছে।

সোমবার দুপুরে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে জেলা আওয়ামী লীগ ও ১৪ দল আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনা তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই ষড়যন্ত্রকারীরা এ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য জঙ্গি হামলাসহ নানা ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু এসব ষড়যন্ত্রকারী কখনো সফল হবে না। কারণ শেখ হাসিনার নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষ জেগে উঠেছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসবাদমুক্ত করা হবে।
 
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন অ্যাডভোকেটের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের তোবারক হোসেন লুডু, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

বি.এম খোরশেদ/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।