ঝিনাইদহে জামায়াত-শিবিরসহ গ্রেফতার ৪৫


প্রকাশিত: ০৯:০০ এএম, ০২ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

নাশকতার মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর ও শৈলকুপা উপজেলা থেকে জামায়াত ও শিবিরের ৪ নেতাকর্মীসহ ৪৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামায়াত ও শিবির নেতাকর্মীরা হলেন-কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের নুর ইসলামের ছেলে রুহুল আমিন (৩০), দোড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জুল হক (৪৫), শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামের ভিকু বিশ্বাসের ছেলে জহুরুল আলম (৩৬) ও পদমদী গ্রামের আব্দুল লতিফের ছেলে আল আমিন (২৩)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ (পিপিএম) জানান, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। সে সময় শৈলকুপা ও কোটচাঁদপুর উপজেলা থেকে জামায়াত ও শিবিরের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।

এছাড়া অন্যান্য মামলায় ৬ উপজেলা থেকে আরো ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।