নোয়াখালীর অপহৃত কিশোরী উদ্ধার


প্রকাশিত: ১০:২৫ এএম, ০২ আগস্ট ২০১৬

নোয়াখালীর সদর উপজেলার চুলডুগী গ্রাম থেকে অপহৃত পলি আক্তারকে (১৭) উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুুপুর ১টার দিকে অভিযান চালিয়ে এক মাস ২৬ দিন পর তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নোয়াখালী এর আদেশ মতে না. শি. নি. এর মামলা নং ৮৭৭/১৬ এর ওই কিশোরীকে উদ্ধারের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে নোয়াখালীর সুধারামের চুলডুগী এলাকা থেকে পলি আক্তারকে উদ্ধার করে। পলি কালাদরাপ ইউনিয়নের দক্ষিণ রামহরিতালুক গ্রামের শামসুল হকের মেয়ে।

পরে ওই কিশোরীর জবানবন্দি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ২২ ধারা মোতাবেক রেকর্ড করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, গত ৭ জুন কিশোরী পলি আক্তার অপহরণ করা হয়েছিল।

মিজানুর রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।