নীলফামারীতে বন্যাদুর্গতদের আ.লীগের ত্রাণ সহায়তা
নীলফামারীতে বন্যাকবলিত এলাকা সফর করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল ও নগদ এক হাজার টাকা বিতরণ করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে এ প্রতিনিধি দল বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক অসীম কুমার উকিল, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান প্রমুখ। 
প্রতিনিধি দল তিস্তার বন্যাকবলিত স্থান পরিদর্শন করে তিস্তার হেলিপ্যাড মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল ও নগদ এক হাজার টাকা বিতরণ করে।
উপজেলা প্রশাসন ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে তিস্তার হেলিপ্যাড মাঠে দুই হাজার পরিবারকে ৩০ কেজি চাল ও ৭০০ পরিবারকে এক হাজার করে টাকা বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক গিয়াজ উদ্দিন আহম্মেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ প্রমুখ উপস্থিত ছিলেন। 
তিস্তা নদী ভরাট হওয়ার ফলে গত ১৭ দিনে তিস্তার মূল অংশের বাইরে চরখড়িবাড়ি হয়ে নতুন একটি চ্যানেল তৈরি হয়েছে। টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি, মধ্য খড়িবাড়ি, পূর্ব খড়িবাড়ি, একতার বাজার, দীঘিরপাড়, টাবুর চরসহ ১০টি গ্রামের দুই হাজার ২৪০টি পরিবার বসবাস করলেও ইতোমধ্যে এক হাজার ৬০০ পরিবারের বসতভিটা, আবাদি জমি, বিদ্যালয়, রাস্তাঘাট, পুল-কালভার্ট বিলীন হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৩৬০ মেট্রিক টন চাল ও নগদ ৮ লাখ ৫৫ হাজার টাকা এবং শুকনো খাবারের দুই হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এএম/এমএস