ডোমারে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
প্রতীকী ছবি
নীলফামারী জেলার ডোমার উপজেলার পুকুরের পানিতে ডুবে মোর্শেদা বেগম(৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার হরিনচড়া ইউনিয়নের পূর্ব হরিনচড়া চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত মোর্শেদা বেগম একই গ্রামের রেয়াজুল ইসলামের স্ত্রী ও ৫ সন্তানের মা।
স্থানীয়রা জানান, সকালে ওই বৃদ্ধা বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশীর বাড়িতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার জন্য বের হন। কিন্তু বাড়িতে ফিরেননি তিনি। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরের দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে হরিণচড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জাহেদুল ইসলাম/এএম/এমএস