বেনাপোলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ


প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৩ আগস্ট ২০১৬

যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামে বিয়ের নয় মাসের মাথায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে তাকে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ফারহানা খাতুন (১৯) বাহাদুরপুর গ্রামের রহমত আলীর স্ত্রী ও ঝিকরগাছা উপজেলার কাগমারী গ্রামের জমির হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে।

ফারহানার ভগ্নিপতি রকিব হোসেন জানিয়েছেন, নয়মাস আগে রহমত আলীর সঙ্গে ফারহানার বিয়ে হয়। রহমত আলীর সঙ্গে তার বড় ভাবীর পরকীয়া সম্পর্ক রয়েছে বিষয়টি ফারহানা হাতেনাতে ধরে ফেলেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

এ নিয়ে প্রায় সময় ফারহানাকে স্বামী রহমত ও শাশুড়ি এবং জা মিলে নির্যাতন করতো। সহ্য করতে না পেরে ফারহানা বাবার বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নেন। গত সোমবার এ নিয়ে ফারহানার সঙ্গে স্বামীর ঝগড়া হয়। ওই রাতেই ফারহানার হাত ও পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয়। পরে তার গলায় ফাঁস দিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে ফারহানার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম হাওলাদার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নববধূর শরীরে বিভিন্ন আঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনার পর আসামিরা সবাই পালিয়ে গেছে। তাদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এসআই আব্দুর রহিম।  

মো. জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।