বিয়ের প্রলোভনে দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণ


প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৩ আগস্ট ২০১৬

শেরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবতীকে হানিফ মিয়া (৩৭) নামে এক ব্যক্তি ধর্ষণ করেছেন। এ ঘটনায় হানিফ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে হানিফ মিয়াকে আদালতে সোপর্দ করা হলে মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার রাতে শহরের দীঘারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হানিফ দীঘারপাড় মহল্লার কান্দু মিয়ার ছেলে।  

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, শহরের দীঘারপাড় মহল্লার দরিদ্র পরিবারের দৃষ্টিপ্রতিবন্ধীকে বিয়ের প্রলোভনে গত ২৪ জুলাই বিকেলে ধর্ষণ করেন পাশের বাড়ির বিবাহিত হানিফ মিয়া। ঘটনাটি মেয়ের মা দেখে ফেলেন। এ সময় তাকে ধরতে চাইলে মা ও মেয়েকে মারধর করে পালিয়ে যান হানিফ।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী বিষয়টি হানিফের বাবাকে জানায়। এক সপ্তাহের মধ্যে হানিফকে খুঁজে বের করে ধর্ষিতার সঙ্গে বিয়ের আশ্বাস দেন হানিফের বাবা। কিন্তু এরপরও কোনো সমঝোতা না হওয়ায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মঙ্গলবার সকালে শেরপুর সদর থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। সেদিন দুপুরে জেলা হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা ও বিকেলে আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতেই পুলিশ ধর্ষক হানিফকে গ্রেফতার করে।  

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, ধর্ষক হানিফ মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে বিচারিক হাকিম তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একমাত্র আসামি গ্রেফতার এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ আদালতে জবানবন্দি গৃহীত হওয়ায় দ্রুত মামলাটির তদন্তে অগ্রগতি হয়েছে।

হাকিম বাবুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।