কালীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১২
ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ-ঝিনাইদহ সড়কের বেজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- কালীগঞ্জের তৈলকুপ গ্রামের আক্তার হোসেনের ছেলে আসিফ (৬), ঝিকতি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী পারুল বেগম (৪৭), এড়ালদা গ্রামের আব্দুল মজিদের ছেলে সাইফুল ইসলাম, সুটিয়া গ্রামের রবিউল ইসরামের মেয়ে ফারিয়া (১৮), কোটচাঁদপুরের সঞ্চয় কর্মকারের মেয়ে টুম্পা (১৯), খিলগাতি গ্রামের খোদাবক্স মৃধার ছেলে মনিরুজ্জামানসহ (৭৪) ১২ জন।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, আজ দুপুরে কালীগঞ্জের বেজপাড়ায় ঝিনাইদহ থেকে খুলনাগামী রুপসা পরিবহনের একটি বাস (পটুয়াখালী-ব-১১-০০০৯) ও ঝিনাইদহগামী ট্রাকের(খুলনা মেট্রো-ট- ১১-০৯৫২) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও বাসের চালক ও হেলপারসহ ১২ জন আহত হয়। দুর্ঘটনার পর কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর