ঝিনাইদহে যাত্রীবাহী বাসে ডাকাতি : আহত ৫


প্রকাশিত: ০৪:০৫ এএম, ০৪ আগস্ট ২০১৬

ঝিনাইদহের তেতুলতলায় ঢাকা থেকে দর্শনাগামী শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বাসের যাত্রী হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান জানান, যাত্রীবেশে ৬/৭ জনের একদল ডাকাত ঢাকা থেকে টিকিট নিয়ে বাসে উঠে। ভোর সাড়ে ৩টার দিকে বাসটি ঝিনাইদহের তেতুলতলায় পৌঁছালে ডাকাতরা প্রথমে অস্ত্রের মুখে বাসচালককে পিটিয়ে আহত করে বাসের নিয়ন্ত্রণ নেয়।

পরে যাত্রীদের এলোপাতাড়ি মারপিট শুরু করে। বাসটি কালীগঞ্জ শহর হয়ে চুয়াডাঙ্গার দর্শনায় যাওয়ার কথা থাকলেও ডাকাতরা বাসটি যশোর মহাসড়কের আগমুন্দিয়ায় নিয়ে যায়। সেখান থেকে তারা পালিয়ে যায়।

তিনি আরো জানায়, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, কালীগঞ্জ শহরের শহীদ নুর আলী কলেজের এক শিক্ষিকাসহ বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছে। ডাকাতরা যাত্রীদের কাছে থাকা ২টি ল্যাপটপ, মোবাইল, স্বর্ণালংকারসহ কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ডাকাতির কথা স্বীকার করে বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। ইতোমধ্যে আমরা বাসের সুপারভাইজারের কাছ থেকে যাত্রীবেশে ডাকাত দলের কেনা টিকিটের কপি সংগ্রহ করেছি। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।