করিমগঞ্জে ১০ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ


প্রকাশিত: ১১:০২ এএম, ০৪ আগস্ট ২০১৬

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় সদ্য শেষ হওয়া ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দীন বিশ্বাস।

একই সময়ে সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যদের শপথবাক্য পাঠ করান করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আছমা আরা বেগম।

শপথ নেয়া চেয়ারম্যানরা হলেন- কাদিরজঙ্গল ইউনিয়নের মো.ফজলুর রহমান, গুজাদিয়া ইউনিয়নের মো. রফিকুল ইসলাম, কিরাটন ইউনিয়নের এবাদুর রহমান শামীম, বারঘরিয়া ইউনিয়নের মো.আইয়ূব উদ্দিন, নিয়ামতপুর ইউনিয়নের মখদুম কবীর তন্ময়, সুতারপাড়া ইউনিয়নের হারুন-অর-রশিদ, গুনধর ইউনিয়নের নাসমুস সাকিব নুরু সিকদার, জয়কা ইউনিয়নের আশরাফ উদ্দিন, জাফ্রাবাদ ইউনিয়নের সাইফুদ্দিন আহমেদ ফকির মিলন ও নোয়াবাদ ইউনিয়নের রুহুল আমিন কাজী।

এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মশিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. দিলোয়ারা বেগম, পৌর মেয়র হাজি আব্দুল কাইয়ূম প্রমুখ।

প্রসঙ্গত, গত ৪ জুন ষষ্ঠ ধাপে করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহিংসতার কারণে ৬নং দেহুন্দা ইউনিয়ন নির্বাচনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

নূর মোহাম্মদ/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।