সাতক্ষীরায় নাশকতা মামলার আসামিসহ গ্রেফতার ৩৫
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার ৪ আসামিসহ বিভিন্ন মামলার ৩৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় একযোগে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১০, কলারোয়া ৪, তালা ৬, কালিগঞ্জ ৫, শ্যামনগর ৩, আশাশুনি ৩, দেবহাটা ২ ও পাটকেলঘাটা থানার দুইজন আসামি রয়েছেন।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আকরামুল ইসলাম/এফএ/এবিএস