ঝিনাইদহে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৬


প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৬ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

নাশকতার মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে আরো ৩২ জনকে।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা।
সে সময় কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর, ফুলবাড়ী রেলগেট, ফাজিলপুর ও জালালপুর থেকে জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

এছাড়াও অন্যান্য উপজেলা থেকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয় আরো ৩২ জনকে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।