ডোমার পৌর নির্বাচনে ভোটগ্রহণ রোববার


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৬ আগস্ট ২০১৬

নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের পক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, র্যাব মোতায়েনের মাধ্যমে টহলও জোরদার করা হয়।

গতকাল শুক্রবার মধ্যরাত থেকে প্রচারণা বন্ধ হয়ে যাওয়ার পর শনিবার সকালে সরেজমিনে দেখা যায় ডোমার পৌরসভার প্রতিটি এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। কে হবেন পৌর মেয়র- তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেই সঙ্গে যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ডোমার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান ৯টি ভোটকেন্দ্রের জন্য ৯ জন প্রিসাইডিং অফিসার ৩৮ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৭৬ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রেই থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

জানা যায়, ডোমার পৌরসভা প্রতিষ্ঠার পর এটি চতুর্থ নির্বাচন। এবারের  নির্বাচনে চারজন মেয়র, তিনটি সংরক্ষিত আসনে ১০ জন নারী এবং ৯টি ওয়ার্ডে ২২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে সৎ, যোগ্য, শিক্ষিত, এলাকার উন্নয়ন এবং সার্বক্ষণিক পৌরবাসীর জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন বলে জাগো নিজকে জানিয়েছেন অনেক ভোটার।

এবার মেয়র পদে লড়ছেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক (নৌকা) স্বতন্ত্র হিসেবে ডোমার পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মনছুরুল ইসলাম দানু (নারিকেল গাছ), সাবেক প্রধান শিক্ষক আবু সুফিয়ান লেবু (মোবাইল ফোন) এবং উপজেলা জামায়াতের সাবেক আমির কাজী আবু জাফর বাবলু (জগ)। এ পৌরসভায় পাঁচ হাজার ৮৮০ জন পুরুষ ও ছয় হাজার ৩৭ জন নারী  ভোটারসহ মোট ১১ হাজার ৯১৭ জন ভোটার রয়েছে।

সূত্রমতে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৈয়দ শফিক বিন মোর্শেদ তরুণ নির্বাচিত হওয়ায় ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ  হচ্ছে না।

ডোমার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান রাজু জাগো নিউজকে জানান, সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করতে পারে এ জন্য  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও র্যাব সার্বক্ষণিক টহলে থাকবে।

তিনি জানান, এ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোগ্রহণ সম্পন্ন করা হবে।

জাহেদুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।