ডোমারে স্বতন্ত্রপ্রার্থী দানু জয়ী
হাডাহাড্ডি লড়াইয়ে নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থী বর্তমান মেয়র মনছুরুল ইসলাম দানু পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। রোববার জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিন ডোমার উপজেলা পরিষদ হল রুমে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
নারিকেল গাছ প্রতীক নিয়ে মনছুরুল ইসলাম দানু তিন হাজার ৩৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সুফিয়ান লেবু (মোবাইল ফোন) ভোট পেয়েছেন তিন হাজার ৩২৮। মাত্র ১৯ ভোটের ব্যবধানে দানু মেয়র নির্বাচিত হন।
অপরদিকে, দুই হাজার ২৭৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে আওয়ামী লীগের ময়নুল হক ও ৬৮৭ পেয়ে চতুর্থ হয়েছেন জামায়াতের সাবেক উপজেলা আমির আমীর কাজী আবু জাফর বাবল।
জাহেদুল ইসলাম/এআরএ/পিআর