সোনাইমুড়ীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৯ আগস্ট ২০১৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে হত্যাসহ একাধিক মামলার দুই আসামি সাদ্দাম হোসেন (২২) ও তার সহযোগী শাহাদাত হোসেনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে গুলিভর্তি বন্দুক ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাদ্দাম হোসেন বেগমগঞ্জ উপজেলার সিরাজউদ্দিনপুরের সামছুলহকের বাড়ির মৃত ছায়েদুল হক ওরফে ছাদু মিয়ার ছেলে এবং শাহাদাত হোসেন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হিরাপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে তার নেতৃত্বে এক দল পুলিশ সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ সাদ্দাম (২০) ও তার সহযোগি শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে গুলিভর্তি একটি দেশীয় বন্দুক ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী সাদ্দাম ও শাহাদাতের বিরুদ্ধে থানায় হত্যাসহ ছয় থেকে সাতটি মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিজানুর রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।