নীলফামারীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
নীলফামারীর ডোমারে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই নিতাই চন্দ্র রায়কে (২২) কুপিয়ে হত্যা করেছে বড় ভাই গোবিন্দ চন্দ্র রায় (৩০)। এ ঘটনায় হত্যাকারী বড়ভাইকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বামুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বারোবিশা খামাত বামনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার ও হত্যাকারী দুই ভাই উক্ত গ্রামের মৃত অনিল চন্দ্র রায়ের ছেলে।
এলাকাবাসী জানায়, ঘটনার সময় নিতাই চন্দ্র বাড়ির অদূরে বাঁশ কাটছিলেন। এসময় বড় ভাই গোবিন্দ চন্দ্র পেছন দিক থেকে তার মাথায় ও ঘাড়ে দা দিয়ে উপর্যুপরি কয়েকটি কোপ মেরে হত্যা করে।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হত্যাকারী বড়ভাইকে গ্রেফতার ও হত্যার কাজে ব্যবহৃত দা টি উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জাহেদুল ইসলাম/এফএ/এবিএস