চৌমুহনীতে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ


প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৯ আগস্ট ২০১৬
ফাইল ছবি

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন উৎপাদনের দায়ে রিপন প্যাকেজিং পলিথিন কারখানাকে ৪০ হাজার টাকা জারিমানা এবং ওই কারখানাটি বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রেজাউল করিম এ দণ্ডাদেশ দেন।

নোয়াখালী পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে অভিযান চালিয়ে রিপন প্যাকেজিং কারখানা থেকে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী হোসেন আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ করার নির্দেশ দেয়া হয়।

মিজানুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।