পরশুরাম সীমান্তে ৩ নাইজেরিয়ান নাগরিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১৩ আগস্ট ২০১৬

ফেনীর পরশুরামের কাউতলী সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টায় কাউতলী সংলগ্ন মুহুরী নদী থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে মুহুরী নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক ডামিয়ন নাওয়াডুজে (৩৫), ভিক্টর(৩৩) ও আসটেনটাইন ইকতেপাকুকে (৪২) এলাকাবাসীর সহায়তায় পরশুরাম থানা পুলিশ আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি পাসপোর্ট জব্দ করে পুলিশ।

এর আগে গত ৩ আগস্ট বিলোনিয়া সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওবাউননি আইডু আবুদীনে (২৯) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছিল বিজিবি।

পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জাগো নিউজকে বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ৩ নাইজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জহিরুল হক মিলু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।