ঝরে পড়া শিক্ষার্থীদের সাফল্যে মুগ্ধ সংস্কৃতিমন্ত্রী


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৩ আগস্ট ২০১৬

বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের সাফল্য দেখে মুগ্ধ হয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একই সঙ্গে ঝরে পড়া শিশুদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান সংস্কৃতিমন্ত্রী।

শনিবার দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে ঝরে পড়া শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান উন্নয়নমুখী সমাজ কল্যাণ সংস্থা (ইউএসকেএস) নীলফামারীর উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান সংস্কৃতিমন্ত্রী।

ইউএসকেএস’র সভাপতি মমতাজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) নীলফামারী সাধারণ সম্পাদক মুজিবুল হাসান চৌধুরী শাহিন ও সংস্থার সাধারণ সম্পাদক আহসান রহিম মঞ্জিল।

২০০৯ সালে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি, টুপামারী, রামনগর ও চওড়া বড়গাছা ইউনিয়নের আটটি স্কুলে ঝড়ে পড়া শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হলেও চলতি বছর আরো তিনটি বিদ্যালয়সহ ১১টি বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ইউএসকেএস।

জাহেদুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।