ডিমলায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
নীলফামারী জেলার ডিমলায় সড়ক দুর্ঘটনায় সেরাজুল ইসলাম(২৬) নামে এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার বিকেলে রংপুর-ডালিয়া সড়কের ঝুনাগাছ চাপানির উত্তর সোনাখুলিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেরাজুল ইসলাম খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া তালতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেরাজুল ইসলাম রংপুর থেকে মোটরসাইকেলে বাড়ি আসছিল। পথিমধ্যে একটি যাত্রবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জাগো নিউজকে জানান, রংপুর থেকে আসার পথে বিকাল ৫টায় সড়ক দুর্ঘটনায় সেরাজুল নিহত হয়েছেন।
জাহেদুল ইসলাম/এএম/এবিএস