ঝিনাইদহে ট্রাকভর্তি গরু ছিনতাই
ঝিনাইদহের শৈলকুপার চড়ুইবিল এলাকা থেকে ৫ জনকে অজ্ঞান করে ট্রাকভর্তি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে সড়কের পাশ থেকে অজ্ঞান ৫ ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে গরু ব্যবসায়ীরা ১২টি গরু নিয়ে ট্রাকযোগে কুমিলা যাচ্ছিল। পথিমধ্যে চড়ুইবিল এলাকায় পৌঁছালে পিকআপে করে একদল ছিনতাইকারী গরুভর্তি ট্রাকের চালক, হেলপার, গরুর ব্যবসায়ী ও রাখালকে বেদম মারপিট করে।
এরপর জোর করে ওষুধ খাইয়ে হাতপা বেঁধে রাস্তার পাশে ফেলে ট্রাকভর্তি গরু নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞান ৫ ব্যক্তিকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ছিনতাই করা গরুর দাম ১০ লাখ টাকা বলে ব্যবসায়ীরা জানান।
আহমেদ নাসিম আনসারী/এসএস/আরআইপি