মণিরামপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ১১:২২ এএম, ২০ জানুয়ারি ২০১৫

যশোরের মণিরামপুরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলার কাশিপুর আলিম মাদ্রাসার পাশে মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার শাহিনুর রহমান (৩২) উপজেলার কাশিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ও উপজেলা যুবলীগের নির্বাহী কমিটির সদস্য।

এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে ৮/১০ জন দুর্বৃত্ত কাশিপুর আলিম মাদ্রাসার পাশে মাঠের মধ্যে শাহিনুরের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। পরে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আওয়ামী লীগের মণিরামপুরের সাবেক এমপি টিপু সুলতান গ্রুপের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

-এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।