বন্যার্তদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৫ আগস্ট ২০১৬

তিস্তা নদীর বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সোমবার বিকেল ৫টায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ভূমি অফিস মাঠে নগদ এ অর্থ বিতরণ করা হয়। তিস্তায় বিলীন হওয়া বাঁধসহ উঁচু স্থানে আশ্রয় নেয়া ৪৭৫ পরিবারকে নগদ দুই হাজার টাকা করে সাড়ে নয় লাখ টাকা বিতরণ করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা ও ভেন্ডাবাড়ি চরের ৩১২ পরিবার ও টেপাখড়িবাড়ি ইউনিয়নের একতার চরের ১৬৩ পরিবারের মাঝে এসব টাকা বিতরণ করা হয়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম এরশাদ আহসান হাবিব, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছাদেকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সহিদুল ইসলাম, ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

জাহেদুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।