নীলফামারীতে জেএমবি সদস্যসহ গ্রেফতার ১৫


প্রকাশিত: ০৯:২০ এএম, ১৬ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

নীলফামারীতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যসহ বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত পলাতক ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন স্থানে সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের কন্ট্রোলরুম বিষয়টি নিশ্চিত করেছে।

নীলফামারী গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) বাবুল আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সৈয়দপুর থেকে এক জেএমবির সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জেএমবি সদস্য সৈয়দপুর উপজেলার শাসকান্দর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সাদেকুল (৩৬)। তার রিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

এছাড়া গ্রেফতারকৃত অপর আসামিরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট প্রদান করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলেও জানান ওসি বাবুল আকতার।

জাহেদুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।