ডোমারে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৬:০৭ এএম, ১৭ আগস্ট ২০১৬

নীলফামারীর ডোমারে নিখোঁজের তিনদিন পর জাহানুর আলম (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহানুর আলম ডোমার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া মহল্লার ভ্যানচালক গোলাম মোস্তফার ছেলে।

এলাকাবাসী জানায়, ৭ বছর আগে জাহানুর ডোমার পানাতিপাড়া মহল্লার দোকান কর্মচারী এনতাজুল ইসলামের মেয়ে রাজিয়া সুলতানাকে (২২) বিয়ে করেন। এর পর থেকে জাহানুর আলম তার শ্বশুড়বাড়িতেই থাকতেন। তিনি ডোমার আরডিআরএস মোড়ে একটি ঔষধের দোকান দিয়ে ব্যবসা করতেন।

অভিযোগ রয়েছে, ইতোমধ্যে তিনি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। সোমবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের তিনদিনের মাথায় আজ বুধবার সকালে এলাকাবাসী তার মরদেহ ওই পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। নীলফামারী সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জাহেদুল ইসলাম/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।