লালমনিরহাটে দুই বাংলাদেশিকে বিএসএফ`র গুলি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খেংটি ডাংগাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছে। বুধবার ভোরাত সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী এলাকার মৃত সুবুর উদ্দিনের ছেলে রবিউল ইসলাম ও বছির উদ্দিনের ছেলে বকুল হোসেন। রবিউলের বাম পায়ে ও বকুলের বাম হাতে গুলি লেগেছে।
বিজিবি, আহতদের পরিবার ও এলাকাবাসী জানায়, সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৬ ও ৭ নম্বর পিলারের মাঝামাঝি ধরলা নদী দিয়ে গরু নিয়ে ফিরছিলেন কয়েকজন ব্যবসায়ী।
পথে ভারতের কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের একটি টহলদল ব্যবসায়ীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায়।
এতে রবিউল ইসলাম ও বকুল হোসেন গুলিবিদ্ধ হন। বকুল পালিয়ে এসে রংপুরে গোপনে চিকিৎসা নিচ্ছেন। রবিউলকে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করেন।
পাটগ্রাম হাসপাতলের আবাসিক চিকিৎসক প্রণব কুমার দাস জানান, রবিউলের বাম পায়ের হাটুর নিচে গুলি লেগে হার ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হবে।
লালমনিরহাট-৩১ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী বলেন, আহত দুই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে। বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হবে।
বিএ