ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু : ট্রাকে আগুন


প্রকাশিত: ১১:১১ পিএম, ১৮ আগস্ট ২০১৬

নওগাঁয় ট্রাকের চাপায় আব্দুল লতিফ (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা পুড়ে দিয়েছে ঘাতক ট্রাকটিকে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁর বাইপাস সড়কের বটতলী মোড়ে এই ঘটনাটি ঘটে। নিহত আব্দুল লতিফ উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আব্দুল লতিফ বগুড়ার আদমদিঘী উপজেলা সান্তাহারে সোনার বাংলা মার্কেটে দোকান দিয়ে ব্যবসা করতেন। প্রতিদিনের মতো ব্যবসা শেষে রাতে বাইপাস সড়ক দিয়ে তিনি গ্রামের বাড়ি ফিরছিলেন। সড়কে পেছন দিক থেকে মাছের ফিডবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ সময় সড়কের এক পাশে ট্রাকের চাকা আটকে গেলে ট্রাকটি ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেয়। সংবাদ পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি আরো বলেন, ট্রাকে আগুন দেয়ায় ট্রাকসহ মাছের ফিড় পুড়ে যায়। এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করে জব্দ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আব্বাস আলী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।