পিতলের মূর্তিসহ জিনের বাদশা আটক


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২০ আগস্ট ২০১৬

মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামে অভিযান চালিয়ে ৩৩৫ গ্রাম ওজনের পিতলের লক্ষ্মীমূর্তিসহ জিনের বাদশা পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শনিবার দুপুরে পারনান্দুয়ালী ৩ নম্বর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আ. রহিম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চর সিংহডাঙ্গা কানিপুর গ্রামের মকবুল মিস্ত্রির ছেলে।

মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইনামুল হক জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পারনান্দুয়ালী ৩ নম্বর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জিনের বাদশা পরিচয়দানকারী প্রতারক রহিমকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৩৫ গ্রাম ওজনের পিতলের একটি লক্ষ্মীমূর্তি উদ্ধার করা হয়।

ওসি মো. ইনামুল হক আরো জানান, দীর্ঘদিন ধরে রহিম নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে স্বর্ণের মূর্তি, গুপ্তধন ইত্যাদি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

মো. আরাফাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।