বিএনপি-জামায়াত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : মির্জা আজম


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২২ জানুয়ারি ২০১৫

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ জন্যই গণতন্ত্রের নামে অবরোধ ডেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দেশের মানুষকে পুড়িয়ে মারছে। তাই দেশের মানুষ বিএনপি-জামায়াতের ডাকা হরতাল, অবরোধ ঘৃণাভরে প্রত্যাখান করেছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর বিএনপি-জামায়াত সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে সহিংসতা চালাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, পৌর মেয়র আব্দুল কাদের প্রমুখ।    

 

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।