আত্রাইয়ে ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত


প্রকাশিত: ০১:২৭ পিএম, ২১ আগস্ট ২০১৬

নওগাঁর আত্রাইয়ের উপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে দু’টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছ ভেঙে বিদ্যুৎ বিছিন্ন হয়ে গেছে। এ অবস্থায় খোলা আকাশের নিচে বসবাস করছেন দুই গ্রামবাসী।

রোববার বিকেল ৫টায় আত্রাই উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি এবং অসংখ্য গাছপালা ভেঙে গেছে।
 
স্থানীয়রা জানায়, বিকেলে হঠাৎ উত্তর দিক থেকে ধেয়ে আসা ঝড়ে ভারি বৃষ্টিপাত হয় শুরু হয়। সাড়ে ৪টার দিকে ঘূর্ণিঝড়ে মনোয়ারি ইউনিয়নের গোয়ালবাড়ি ও নৈদিঘীর প্রায় একশ’ ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যায়। এর মধ্যে চারটি পরিবারের ঘরবাড়ি সম্পন্ন বিধ্বস্ত হয়ে গেছে।

গোয়ালবাড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত জালাল হোসেন জানান, ঝড়ে তাদের ঘর ভেঙে গেছে। এখন খোলা আকাশের নিচে বাসবাস করছেন তারা। একই গ্রামের সামাদ জানান, কিছু বুঝে উঠার আগেই ঝড়ে তাদের ঘর-বাড়ি টিন উড়িয়ে নিয়ে গেছে। এখন কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবেন তা নিয়ে ভাবছেন তারা। তাদের মতো এই গ্রামের প্রায় ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

নৈদিঘী গ্রামের ক্ষতিগ্রস্ত আব্দুল গোনি, আলামিন ও রিপন জানান, তাদের মতো গ্রামের প্রায় ৩০টি ঘরবাড়ি ভেঙে গেছে। এছাড়া শতশত গাছ ভেঙে রাস্তায় পড়ে আছে। বিদ্যুতের পোল ভেঙে যাওয়ায় বিদ্যুতের সংযোগ বিছিন্ন হয়ে গেছে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দুটি গ্রাম পরিদর্শন করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা শের-ই বিপ্লব জানান, ওই দুটি গ্রাম ৭০টি ঘরবাড়ি আংশিক ও সম্পন্ন ভেঙে গেছে। ওসব এলাকার শিশু, বৃদ্ধ, পরিবারের লোকজন, গরু-ছাগল নিয়ে কষ্টে রয়েছেন। এছাড়া নৈদিঘী বাজারের প্রায় ১৫টি দোকানের টিনের ছাউনি উড়ে গিয়ে হাজার হাজার টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও বিদ্যুতের সংযোগ দেয়ার দাবি জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মখলেছুর রহমান জানান, প্রাথমিকভাবে দুটি গ্রামে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে জেলা প্রশাসনসহ উধ্বর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা জেলা প্রশাসনসহ উধ্বর্তন কর্মকর্তাদের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিদ্যুতের সংযোগ দেয়ার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক ড. আমিনুর রহমান জানান, তালিকা পেলেই দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।

আব্বাস আলী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।