দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌ-যান চলাচল বন্ধ


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২১ আগস্ট ২০১৬
ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে রোববার রাত সোয়া ৮টা থেকে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে নদী উত্তাল হওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপর্ণ হয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাত সোয়া ৮টা থেকে সার্ভিস পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে। তবে দুই ঘাটে পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

তিনি আরো জানান, আবহাওয়া অনুকূলে এলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে। একই কারণে বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুর রহমান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এই রুটে চলাচলকারী সবগুলো লঞ্চ দৌলতদিয়া প্রান্তে নোঙর করে রাখা হয়েছে।

বি এম খোরশেদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।