রাস্তায় ধরা পড়ল ৮ কেজি ওজনের কাতল মাছ


প্রকাশিত: ০৪:০০ পিএম, ২১ আগস্ট ২০১৬

মাদারীপুর মস্তফাপুর বাজারের প্রধান রাস্তায় বৃষ্টির পানিতে পুকুর থেকে উঠে এসেছে আট কেজি ৩০০ গ্রাম ওজনের কাতল মাছ। বাজারের মুরগী ব্যবসায়ী দেলোয়ার হোসেন রোববার বিকেলে মস্তফাপুর বাজারের রাস্তা থেকে মাছটিকে ধরেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোর থেকে বিকেল পর্যন্ত একটানা বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন পুকুর, দিঘি, খাল পানিতে ডুবে যায়। এতে বিভিন্ন পুকুরের মাছ রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে। বৃষ্টিতে মস্তফাপুর বাজারও বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

এ সময় দেখা যায় বন্যার পানির মতো বাজারের প্রধান সড়কের ওপর দিয়ে জোয়ার যাচ্ছে। বিকেলে বাজারে মুরগী ব্যবসায়ী দেলোয়ারের দোকানে সামনের রাস্তায় হঠাৎ একটি মাছ দেখতে পান। এ সময় তিনি পানি থেকে মাছটি ধরে ফেলেন।

পরে স্থানীয়রা মাছটির ওজন করে দেখেন আটকেজি ৩০০ গ্রাম। এ খবর ছড়িয়ে উৎসুক জনগণ মাছটিকে দেখতে ভীড় জমিয়েছে।

দেলোয়ার বলেন, আমি পানির মধ্যে দাঁড়িয়ে মুরগি বিক্রি করছিলাম। হঠাৎ দোকানের সামনে পানির মধ্যে একটা মাছ দেখি। তখন অপর একজনের সহযোগিতা নিয়ে মাছটিকে ধরতে সক্ষম হই।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।