এখনো হাঁটু পানিতে মাদারীপুরের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান


প্রকাশিত: ১১:৪৭ এএম, ২২ আগস্ট ২০১৬

রোববারের টানা বর্ষণে মাদারীপুর জেলার চারটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকা ও পৌর শহরের রাস্তাঘাট এখনো হাঁটু পানিতে ডুবে রয়েছে। এতে চরম বিপাকে পড়েছে সব শ্রেণির মানুষ।

কর্তৃপক্ষ এই পানি ওঠাকে শুধুই প্রাকৃতিক দুর্যোগ বলে দাবি করলেও স্থানীয় প্রভাবশালীদের এলাকার খাল বা ডোবাগুলো  দখল করাকে এই জলাবদ্ধতার কারণ বলে অভিযোগ করছে সাধারণ মানুষ।
 
গত রোববার ভোররাত থেকে বিকেল পর্যন্ত মাদারীপুর জেলার সর্বত্র টানা বৃষ্টির পানিতে রাস্তাঘাট, বাড়ির আঙ্গিনাসহ সব স্থানে হাঁটু পানি জমে যায়। সোমবার দুপুর পর্যন্ত বৃষ্টিতে মাদারীপুর জেলার চারটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়ক এখনো পানিতে ডুবে রয়েছে।

Madaripur-academic

হাঁটু পানিতে রয়েছে মাদারীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপারের বাসভবনসহ কয়েক হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া সোমবার দুপুর পর্যন্ত জেলার কোথাও কোথাও বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে থাকে। এতে যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়।

মাদারীপুর শহর ঘুরে দেখা যায়, নতুন শহরের কলেজ রোড, নিরাময় ক্লিনিক, পুরান বাজার, নতুন শহর, রাজৈর পৌর শহর, কালকিনি পৌর শহর, শিবচর পৌর এলাকার বিভিন্ন এলাকা, মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় পানি জমে আছে। কোথাও কোথাও টিউবয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে।

Madaripur-academic

স্থানীয় বাসিন্দারা বলছেন, বৃষ্টির পানি জমা হওয়ার জন্য যে খাল বা ডোবা ছিল সেইগুলো স্থানীয় প্রভাবশালী মহল ভরাট করে দখল করেছে। অনেকে আবার ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন সব সময় নীরব ভূমিকা পালন করছে। এছাড়াও মাদারীপুর পৌর শহরে যে ড্রেন করা হয়েছে তাও পরিকল্পিতভাবে করা হয়নি।
 
পৌরসভার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, পৌর ড্রেনেজ ব্যবস্থায় কিছুটা ভুল রয়েছে। তবে এই পানি জমাট শুধুই প্রাকৃতিক দুর্যোগ।

নাসিরুল হক/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।