ছাত্রীকে কটূক্তি করায় দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন (ভিডিও)


প্রকাশিত: ০২:৪০ পিএম, ২২ আগস্ট ২০১৬

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় গাছে বেঁধে দুই কিশোরকে নির্যাতন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার উত্তর কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুই কিশোরকে এলাকাবাসী উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করেছে।
 
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার একটু আগে অনন্তপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আবদুল কাদেরের মেয়ে বাড়িতে ফিরছিল। ফেরার সময় একই এলাকার ফজলুল হকের ছেলে হেলাল উদ্দিন (১৬) ও ভাগ্নে আলিমুল (১৭) নানা বাড়ি যাওয়ার সময় মেয়েটির সঙ্গে রাস্তায় দেখা হয়। এসময় তারা মেয়েটিকে উদ্দেশ করে অশালীন কথা বলে।
 
বাড়িতে গিয়ে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। তাৎক্ষণিকভাবে মেয়েটির বাবা আবদুল কাদের, জেঠা কালাম মিয়া, চাচা শহিদুল ইসলাম এবং ভাই পাদু মিয়া ওই দুই কিশোরকে ধরে বাড়ি নিয়ে যায়। এরপর তাদের গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটায়।
 
আর্তচিৎকার শুনে এলাকাবাসী সেখানে ছুটে যায়। পরে অচেতন অবস্থায় দুই কিশোরকে উদ্ধার করে পরিবারকে খবর দেয়। অবস্থার অবনতি হলে এলাকাবাসীর সহযোগিতায় তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হয়।  

এ ব্যাপারে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহিনুর আলম জানান, ইভ টিজিংকে কেন্দ্র করে নির্যাতনের ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ বা মামলা করতে আসেনি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



নাজমুল হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।