জাতীয় শোক দিবস নিয়ে ফেসবুকে কটূক্তি : গ্রেফতার ১


প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৩ আগস্ট ২০১৬

জাতীয় শোক দিবস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় নড়াইলে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইনে মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আলী আহম্মেদ মোল্যা (৫৮) নামে একজনকে গ্রেফতার করেছে।

আলী আহম্মেদ মোল্যা সদর উপজেলার তুলারামপুর গ্রামের বাসিন্দা।

সোমবার রাতে সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান। মামলায় অন্য আসামি হলেন তার ছেলে নাজমুল হোসেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, নাজমুল ইসলাম সব সময় দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কার্যক্রম ও কথবার্তা বলে থাকে। গত ১৪ আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে md.nazmul islam নড়াইল নামে আইডিতে একটি কুকুর এর শরীর থেকে রক্তধারা প্রবাহিত হওয়ার ছবি পোস্ট করে স্ট্যাটাসে উল্লেখ করে `আগামীকাল জাতীয় শকুন দিবস`।

জাতির পিতার মৃত্যুর দিনকে জাতীয় শকুন দিবস বলায় চরমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান মিলন এবং জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক দেবাশীষ কুন্ডু মিটুলকে সাক্ষী করা হয়েছে।
 
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাষ বিশ্বাস তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইনে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার ২ নং আসামি আলী আহম্মেদ মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানায় মামলা নং-৩১। তারিখ ২২ আগস্ট ২০১৬।

হাফিজুল নিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।