নীলফামারীতে সেপটিক ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নীলফামারীতে শৌচাগারের জন্য নির্মাণাধীন সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে নূরন্নবী (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। নূরন্নবী সদরের খোকসাবাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত মজির উদ্দীনের ছেলে।
এলাকাবাসী জানায়, স্থানীয় হাবিবুর রহমানের নির্মাণাধীন বাড়ির নতুন সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ করেছিলেন নূরন্নবী ও তার ছোটভাই খয়রাত হোসেন।
মঙ্গলবার বিকেলে ওই ট্যাংকের ভেতরে সাটারিং খোলার কাজে আসেন তারা। এরপর ট্যাংকের ঢাকনা খুলে নূরন্নবী ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে গ্যাসে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টার দিকে তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইরফানআলী জাগো নিউজকে বলেন, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জাহেদুল ইসলাম/এএম/এবিএস