দিনাজপুরে ট্রাক ও ট্রাক্টরে পেট্রোল বোমা, দগ্ধ ২
চলমান অবরোধে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাক ও একটি ট্রাক্টরে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়েছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভূষিরবন্দর বড়ব্রিজ এলাকায় ট্রাকে এবং রাত ৯টায় রাণীরবন্দর-চিরিরবন্দর সড়কের ঠাকুরেরবাড়ির মোড় নামকস্থানে ট্রাক্টরে এ হামলার ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান জানায়, ট্রাকটি রংপুর থেকে দিনাজপুর যাওয়ার পথে এবং ট্রাক্টরটি নিজবাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অগ্নিদগ্ধ হয়েছে।
তাৎক্ষণিকভাবে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিএ