নীলফামারীতে শিবির সভাপতিসহ গ্রেফতার ১৭
নীলফামারীতে জামায়াত ও শিবিরের চার নেতাকর্মীসহ বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত পলাতক ১৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে জেলার ডিমলা উপজেলা ছাত্রশিবির সভাপতি অফিয়ার রহমান (২৫)। তিনি ডিমলা সদর ইউনিয়নের নটাবাড়ী গ্রামের ইছামুদ্দিনের ছেলে।
এছাড়া জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন জামায়াত নেতা আইনুল হক, মোকছেদুল ইসলাম ও জলঢাকা পৌরসভার জামায়াত নেতা আবু মুছাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত অপর আসামিরা আদালতের ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও চুরি-ডাকাতি সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
জাহেদুল ইসলাম/এএম/আরআইপি