মাগুরায় নছিমনের ধাক্কায় বাবা-মেয়ে নিহত


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ২৫ আগস্ট ২০১৬

মাগুরার পড়াগাছী বটতলা এলাকায় নছিমনের ধাক্কায় বাবা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় সঞ্জয়ের স্ত্রী তৃপ্তি রানী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সঞ্জয় (৪৫) ও মেয়ে তৃষা (৫)।

পুলিশ জানায়, হতাহতরা মোটরসাইকেলে করে তালখড়ী গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বটতলা এলাকায় পৌঁছালে দ্রতগামী নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সঞ্জয় ও মেয়ে তৃষা নিহত হয়। এ ঘটনায় সঞ্জয়ের স্ত্রী তৃপ্তি রানীকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরাফাত হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।