মাদারীপুরে ট্রলারডুবি : এখনো নিখোঁজ ২


প্রকাশিত: ০৩:১৯ এএম, ২৬ আগস্ট ২০১৬

মাদারীপুরে ট্রলারডুবির ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। এর আগে এ ঘটনায় ভানুমতি বালা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভোর থেকে নিখোঁজ পরিবারের স্বজনার কুমার নদের পাড়ে ভিড় করছেন। জীবিত ৩২ জনকে আহতাবস্থায় উদ্ধারের পর  অনেককেইে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন। অপর যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।
 
এদিকে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ৭টা থেকে দুটি ট্রলার নিয়ে কুমার নদে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

ননী বাড়ৈ ও সুচিত্রা বাড়ৈ নামে দুইজন এখনো নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের দাবি নিখোঁজ রয়েছে একজন।

Madaripur

উল্লেখ্য, হিন্দু ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে মাদারীপুর থেকে টেকেরহাট ফেরার পথে এ ট্রলারটি ডুবে যায়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সিদ্দিক খোলা এলাকায় এ ঘটনা ঘটে। ৪২ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে গেলে স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার হয়ে বেঁচে যান ৪০ যাত্রী।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, সকাল ৭টা থেকে বরিশার থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। এছাড়া ফরিদপুর থেকে আরেকটি ডুবরি দল এসে উদ্ধার কাজে অংশ নিবে।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।