স্কুলছাত্রকে গলাকেটে হত্যা
নওগাঁর বদলগাছীতে বিদ্যুৎ (১৫) নামে এক স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার সকালে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের চকাবিলের মাঠে বিদ্যুতের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
সে উপজেলার কয়াভবনি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও বালুভরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে কে বা কারা বিদ্যুৎকে ডেকে নিয়ে যায়। রাতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেও বিদ্যুৎকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে উপজেলার চকাবিলের ফাঁকা মাঠে বিদ্যুতের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করছে পরিবার।
বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎ নানার বাড়ি থেকে পড়াশুনা করত। সে ছোট্ট একটা ছেলে। তার কোনো শত্রু থাকতে পারে না। তবে পরিবারের পূর্ব শত্রুতায় তাকে হত্যা করা হতে পারে।
তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্বাস আলী/এফএ/এমএস