নীলফামারীতে ফুলবাড়ি ট্রাজেডি দিবস পালিত


প্রকাশিত: ১২:২০ পিএম, ২৬ আগস্ট ২০১৬

ফুলবাড়ি ট্রাজেডি দিবস উপলক্ষে শুক্রবার (২৬ আগস্ট) নীলফামারীতে শোকসভা করেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। দুপুরে শহরের শহীদ মিনার চত্ত্বরে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক ও সিপিবি জেলা সভাপতি শ্রীদাম দাস’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আতিয়ার রহমান, স্মরণী বিশ্বাস, তপন কুমার রায়, মোস্তাক আহমেদ, উদাস রায়, ডা. প্রাণ কুমার রায় ও দীজেন্দ্র নাথ রায়।

এর আগে সকাল ১১টার দিকে কালো ব্যানারসহ মৌন মিছিল কালিবাড়ি মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মৌন মিছিলটি শহীদ মিনারে গিয়ে ফুলবাড়ি ট্রাজেডিতে নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনের নেতা-কর্মীরা।

সভায় বক্তারা বলেন, মিথ্যাচার, প্রতারণা, দমন পীড়ন দুর্নীতি এবং আইন ভঙ্গ করে জাতীয় স্বার্থবিরোধী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চালাচ্ছে সরকার।

এ সময় তারা রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করাসহ সুন্দরবন বিনাশী সকল চুক্তি বাতিল ও বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকরী উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।

উল্লেখ্য ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়িতে এশিয়া এনার্জির উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে ঘেরাও কর্মসূচিতে পুলিশ ও বিডিআরের গুলিতে আমিন, সালেকিন, তরিকুল নিহত হন এবং আহত হন অনেকে।

এই দিনটি স্মরণে ২০০৭ সাল থেকে ২৬ আগস্ট ফুলবাড়ি ট্রাজেডি দিবস হিসেবে পালন করে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

জাহেদুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।