ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৬ আগস্ট ২০১৬

মাদারীপুরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের হারাধন বাড়ৈর স্ত্রী ননী বাড়ৈর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো মহারাজ বাড়ৈর স্ত্রী সুচিত্রা বাড়ৈ (৪২) নামের এক নারী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার করা হয়। গতকালই ট্রলারডুবির ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে শেষে মাদারীপুর থেকে টেকেরহাট ফেরার পথে ট্রলারডুবির এই ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সিদ্দিক খোলা এলাকায় এ ঘটনা ঘটে। ৪২ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে গেলে স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হলে ভাগ্যক্রমে বেঁচে যান ৩৯ জন।

শুক্রবার সকাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর ২২ সদস্যের একটি ডুবুরি দল এবং মাদারীপুর ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালায়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক নজরুল হোসেন জানান, সন্ধ্যায় ননী বাড়ৈর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যজনকে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।  

এ কে এম নাসিরুল হক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।